Bangla Newspapers, Bangla News, Bangla News paper, Bangladesh
Bangla News - A Bangladesh Website provide links to Bangla Newspapers, Bangla News, Newspapers from Bangladesh, Bangla Newspaper,bangla news paper, newspaper
solidbangla.com/banglanewspapers.htm
Bangla News - A Bangladesh Website provide links to Bangla Newspapers, Bangla News, Newspapers from Bangladesh, Bangla Newspaper,bangla news paper, newspaper
solidbangla.com/banglanewspapers.htm
1 comment:
স্টাফ রিপোর্টার
দেশের খবর ২৪.কম
দেশের খবর ২৪.কম
ঢাকা: সংসদে যাবার ঘোষনা তিল দেশের প্রধার বিরোধী দল বিএনপি। জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে তারা যোগ দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকারের উদ্দেশে মওদুদ বলেন, ‘আপনাদের আহ্বানে নয়, নিজেদের প্রয়োজন, দেশ ও জনগণের কল্যাণে আমরা সংসদে যাবো। তবে কতদিন থাকবো তা আপনাদের আচার-আচরণের ওপর নির্ভর করবে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুবসমাবেশে মওদুদ একথা বলেন। নিখোঁজের ১৩ মাসেও বিএনপি নেতা এম ইলিয়াস আলী সন্ধান না দেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন খুলে দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মওদুদ আহমদআরো বলেন, সরকার স্ববিরোধী কাজ করছে। একদিকে সংলাপের আহ্বান জানাচ্ছে আরেক দিকে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে।
সংলাপ আর সংঘাতের রাজনীতি একত্রে চলতে পারে না এমন মন্তব্য করে মওদুদ বলেন, চলমান সমস্যার সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই। কিন্তু সরকার সংলাপের কথা বললেও তারা এ ব্যাপারে আন্তরিক নয়, তাদের সদিচ্ছা নেই। তাই সরকারকে বলবো, স্ববিরোধীতা বর্জন করে আন্তরিকতা নিয়ে আহ্বান করুন, আমরা সাড়া দেবো। বহুমুখী চাপে পড়ে সরকার সংলাপের কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
মওদুদ সরকারের উদ্দেশে বলেন, সংসদে আমাদের সদস্য সংখ্যা কম। তাই সংসদে গেলেও যদি আমাদের সময় এবং সুযোগ দেন, বিষোদগার এবং ব্যক্তিগত আক্রমণ না করেন তাহলে আমরা চিন্তা করবো কতদিন সংসদে থাকবো।
‘জনসমর্থন এখন আওয়ামী লীগের পক্ষে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মওদুদ বলেন, সমর্থন আপনাদের পক্ষে থাকলে ভয় কেন? নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনার বক্তব্যের যথার্থতা প্রমাণ করুন।
সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ সম্পাদক আবদুস সালাম, গণশিক্ষা সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন প্রমুখ।
Post a Comment